20 হাজার টাকার মধ্যে সেরা 4টি 5G Phone এর লিস্ট ও ফিচারর্স।

পকেটে একটু টান তবে যুগের সাথে তাল মিলিয়ে 5G Phone নেওয়ার ইচ্ছা? তবে দেখেনিন এই স্মার্ট ফোন গুলি।

5G Phone এর লিস্টঃ
5G পরিকল্পনা শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই তবে এইবার শুরু হতে চলেছে আমাদের দেশে 5G পরিষেবা। এবার আপনার হাতের পুরনো 4G ফোন পরিবর্তন করে নতুন যুগের ফাইভ-জি নিয়ে ফেলুন। তবে হ্যাঁ এই পরিষেবার খরচ বাড়বে খানিকটা আর ওই ফোরজি সেট চলবেনা নিতে হবে নতুন সেট। কিছুটা কম দামে 5G Phone এর বিবরণ দেওয়া হলো আমাদের ওয়েবসাইটে। নতুন ফোন কেনার দিক থেকে কিছুটা কমে সাশ্রয় করবার জন্য এবং আপনার পকেট কে খুশি করার জন্য উপযুক্ত ফোন গুলির নাম নিচে দেওয়া হল।

রেডমি নোট ইলেভেন প্রো প্লাস
এই 5G Phone টির মূল্য ১৭৯৯৯ টাকা। এই ফোনেরও রিফ্রেশিং রেট 120 Hz. 25w এর type-c ইউএসবি ফাস্ট চার্জিং এবং এই মোবাইলের ব্যাটারি 6000mAH. সহ 64 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনেও 120Hz রিফ্রেশিং রেট সহ 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্ল ক্যামেরা 108 মেগাপিক্সেল। এই ফোনের সাথে গরিলা গ্লাস ফাইভ স্ক্রিন গার্ড হিসেবে দেওয়া হবে। 6,128 এর স্টোরেজ।

স্যামসাং গ্যালাক্সি M33
এই 5G Phone টির মূল্য আগের ফোনটি থেকে আরো কম। মাত্র16999 টাকা। এই ফোনের স্ক্রিন 6.6 ইঞ্চি টিএফটি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। এই ফোনেরও রিফ্রেশিং রেট 120 Hz. 25w এর type-c ইউএসবি ফাস্ট চার্জিং এবং এই মোবাইলের ব্যাটারি 6000mAH.

ওয়ানপ্লাস নর্ড সিই টু লাইট 5G Phone
এর মূল্য 18999 টাকা। এই ফোনে পেয়ে যাবেন 6.59 ইঞ্চি ডিসপ্লে। 120 Hz এর ডিসপ্লে রিফ্রেশমেন্ট, ফোনের ব্যাটারি 5000 এম এ এইচ 33w সুপার চার্জিং। 64 মেগাপিক্সেল ক্যামেরা এবং প্রসেসর স্ন্যাপড্রাগন 695 5G.

রিয়েলমি নাইন প্রো 5G Phone
এর বাজার দর হাজার 19499 টাকা। এই ফোনটি স্ক্রীনস 6.6 ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে সবকটি ফোনের মত এই ফোনে 120 Hz রিফ্রেশ রেট রয়েছে। স্ন্যাপড্রাগন 625 প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনে। 64 মেগাপিক্সেলের এই মোবাইলে ব্যাটারি রয়েছে 5000mAH.

আপনি এই সবকটি ফোনের RAM, ROM আপনার বাজেট অনুযায়ী পছন্দ মতোই পেয়ে যাবেন। এই ধরণের আরো খবর পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
Written by Jayashree Chatterjee.

Leave a Comment