Gold Price Drop

Gold Price Drop – কমলো সোনার দাম,স্বস্তির মুখ গ্রাহকদের

মঙ্গলবার বিশ্ববাজারে সোনা রুপোর দাম সামান্য কমেছে (Gold Price Drop)। ফলে দেশীয় বাজারেও তার প্রভাব পড়েছে। মঙ্গলবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সকালের ট্রেডিং অনুসারে এপ্রিলে ডেলিভারী সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৩৫৯০ টাকা হয়ে গিয়েছে। এর পাশাপাশি রুপোর দাম ৭০ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ট্রেডিং করছে ৭০,১০৮ টাকায়

গ্লোবাল মার্কেটে দামের পতন ডলার কমজোরী হওয়ায় এদিন গ্লোবাল মার্কেটে সোনার দাম সামান্য কমেছে (Gold Price Drop)। ফলে দেশীয় বাজারেও তার প্রভাব পড়েছে। সোনার দাম কমে ২০০০ ডলার প্রতি আয়ুন্সের থেকে নিচে চলে গিয়েছে খানিক। কমোডিটি এক্সচেঞ্জে সোনার বর্তমান দাম কমে ১৯৮৬ ডলার হয়ে গেছে প্রতি আয়ুন্সে।

এপ্রিলে ফের বাড়তে পারে সোনার দাম –

রাশিয়া ইউক্রেনের মধ্যে চলতে থাকা তৎকালীন যুদ্ধের জন্য আগামী দিনে আরও বাড়তে পারে সোনার দাম। এপ্রিলে ৫৪ হাজার টাকা পেরিয়ে যেতে পারে সোনার দাম এমনটাই জানিয়েছেন এইচ ডি এফ সি সিকিউরিটির তপন প্যাটেল (Gold Price Drop)। ফলে দেশীয় বাজারেও তার প্রভাব পড়েছে। গ্লোবাল মার্কেটে সোনার দাম পেরিয়ে যেতে পারে ২০০৫ ডলার প্রতি আয়ুন্সে। এমনকি এমসীএক্স এ সোনার দাম ৬৪ হাজার টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

একদিন আগেই বিপুল দাম বৃদ্ধি হয়েছিল সোনার সোমবার শেয়ার বাজার পড়ে যাওয়ার কারণে বেড়ে গিয়েছিল সোনা, রূপো সহ অন্যান্য ধাতুর দাম। সোনার দাম যেখানে বেড়ে গিয়েছিল প্রতি কিলোতে ১৩০০ টাকা সেখানে রুপোর দাম বেড়ে গিয়েছিল ১৯১০ টাকা প্রতি কেজিতে (Gold Price Drop)।

ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতি কিছুটা শিথিল হলে সোনা রুপোর দাম কমতে পারে বলেই অনুমান করা হচ্ছে (Gold Price Drop)।

আরও পড়ুন – ২৬০ কোটি বছরের পুরনো কালো হিরে যার কাছে কহিনূর হিরেও কম দামি।

আপনাদের কি মনে হয় সোনার দাম বাড়বে নাকি কমবে মতামত জানতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এই সম্পর্কিত নতুন নতুন খবর পাওয়ার জন্য নিয়মিত চোখ রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published.