স্কলারশিপ পেতে কি কি করতে হবে পড়ুন বিস্তারিত।
আপনি যদি বহু জায়গায় বহু সময় ধরে স্কলারশিপের জন্যে আবেদন করেও নিরাশ হন, তবে এই প্রতিবেদন আপনার পড়া অবশ্যই জরুরি। সরকারের পক্ষ থেকে নানা সময়ে পড়ুয়াদের নানা রকম সুবিধার কথা ঘোষণা করা হয়ে থাকে। আনা হয় নতুন নতুন প্রকল্প। ঠিক তেমনই, আজকের এই প্রতিবেদনে আরেক নয়া স্কলারশিপের বিষয়ে আলোচনা করা হবে।
কেন্দ্রীয় সরকারের পড়ুয়াদের জন্য রয়েছে একাধিক প্রকল্প। এমনি একটি প্রকল্প আছে যেখানে পড়ুয়ারা পেতে পারেন 50 হাজার টাকা পর্যন্ত স্কলারশীপ। প্রচুর পড়ুয়াদেরকে দেওয়া হবে এই স্কলারশীপ। কিন্তু তার জন্য নিয়ম কানুন মেনেই আবেদন করতে হবে।
আমাদের দেশে বহু পড়ুয়া আছেন যারা বিশেষভাবে সক্ষম। তারা নানান রকম শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নিজেদের মেধাকে তুলে ধরার লক্ষ্যে নিরন্তর পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের এই সকল বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্যই এই প্রকল্প।
দেশের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এর তরফ থেকে AICTE All India Council for Technical Education এর স্কলারশীপ (Scholarship 2022) দেওয়া হয়ে থাকে। যারা কোনো রকমের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স নিয়ে পড়াশোনা করছেন তারাই এই স্কলারশীপ নিতে পারবেন।
আবেদনের শেষ তারিখঃ –
স্কলারশিপের যারা আবেদন করতে চান তাদের কাছে বেশি সময় নেই। এই স্কলারশীপের জন্যে আবেদনের শেষ তারিখ হল ৩১শে অক্টোবর, ২০২২।
আবেদনের মোডঃ-
এই স্কলারশিপের জন্যে আবেদন করার মাধ্যম হল “অনলাইন”। অর্থাৎ এই স্কলারশিপের জন্যে আবেদন করতে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
স্কলারশিপের মূল্যঃ-
এই স্কলারশিপের জন্যে আবেদন করলে প্রতি বছর পাওয়া যাবে 50 হাজার টাকা। এর মধ্যে 30 হাজার টাকা দেওয়া হবে টিউশন ফি বাবদ। বাকি অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য দেওয়া হবে আরো 20 হাজার টাকা।
সীমাবদ্ধতাঃ–
শারীরিক অক্ষমতা 40% বেশি এবং পরিবারের বার্ষিক আয় 4 লক্ষ টাকার কম হলে তবেই এই সুবিধা মিলবে। অন্যান্য কোন সুবিধা পেয়ে থাকলে এর জন্য আবেদন করা যাবে না। AICTE এর অনুমোদিত কোন সংস্থা থেকে পড়াশোনা করে থাকতে হবে।
ওয়েবসাইটঃ-
scholarship.gov.in নামক ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে New registration করে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। নিজের মোবাইল নাম্বার আর মেইল আইডি অবশ্যই লাগবে। এবিষয়ে আপনাদের কোন প্রশ্ন বা বক্তব্য থেকে থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন।
Written by Sanjukta Biswas.