কিভাবে পাবেন রেশন কার্ডের নতুন সুবিধা। জানুন বিস্তারিত।
আপনি কি আপনার রেশন কার্ডে ঠিকমতো রেশন (Ration Card) তুলতে পারছেন না? লিংক করানো আছে আঁধারের সাথে? মোবাইল নম্বর যুক্ত করেছেন? প্রতি মাসেই এমন ধরণের প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রায় অধিকাংশ গ্রাহককেই। আর এগুলি না করলেও মহা বিপদ।
রেশন কার্ড তৈরির জন্য নতুন প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় সরকার। প্রথমে এই প্রক্রিয়া কয়েকটি রাজ্যে ট্রায়াল হিসেবে দেখে নেয়ার প্রস্তাব আনা হয়। সেই প্রস্তাব অনুযায়ী কেন্দ্রীয় সরকার শুক্রবার ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে রেশন কার্ড প্রদানের জন্য নিবন্ধন সুবিধা চালু করেছে। সরকারের উদ্দেশ্য- এর মাধ্যমে গৃহহীন মানুষ, নিঃস্ব, পরিযায়ীরা রেশন কার্ড পাবেন। ফলে সরকারের তরফ থেকে প্রতি মাসে অতীব প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে যাবে ঘরে ঘরে।
সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের (NFSA) অধীনে প্রায় ৮১.৩৫ কোটি মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করে। এই প্রক্রিয়ার অধীনে সারা দেশের প্রায় ৭৯.৯৯ কোটি মানুষ ভর্তুকি সহ খাদ্যশস্য পান। এই নিয়মের ফলে নতুন করে রেশন কার্ডের নিবন্ধন শুরু হওয়ায় এমন প্রচুর মানুষ জন উপকৃত হবেন। কারণ তারা নতুন করে রেশন কার্ডের আবেদন করতে পারবেন। ফলে তাদের খাদ্যের সুরক্ষা নিশ্চিত হবে।
একটি হিসাব অনুযায়ী, আট বছরে ৪.৭ কোটি মানুষের রেশন কার্ড বিভিন্ন কারণে বাতিল হয়েছে। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে, কিছু মানুষ আছে যাদের আর্থিক অবস্থার উন্নতি হওয়া সত্ত্বেও তারা সরকারের কাছ থেকে নির্ধারিত মূল্যের কমে রেশন এর সুবিধা নিয়ে যাচ্ছেন। আবার অনেকেই হয়তো মারা গিয়েছেন কিন্তু তাদের রেশন কেউ না কেউ তুলে নিচ্ছে প্রতি মাসেই। তবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিয়মিত ভিত্তিতে সুবিধাভোগীদের নতুন কার্ড জারি করে।
এই আবহে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নয়া পদ্ধতিতে রেশন কার্ডের জন্য নিবন্ধিকরণ শুরু হয়েছে। এই ১১ রাজ্যের মধ্যে রয়েছে অসম, গোয়া, লক্ষাদ্বীপ, মহারাষ্ট্র, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, পঞ্জাব এবং উত্তরাখণ্ড। এটি সবেমাত্র একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে। এই মাসের শেষের দিকে দেশের ৩৬টি রাজ্যে এই সুবিধা চালু হবে। ফলে সুবিধা ভোগ করতে পারবে সারা দেশের মানুষ।
ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের (NFSA) মাধ্যমে, সরকার দেশের প্রায় ৮০ কোটি মানুষকে প্রতি কেজি শস্যে ২ থেকে ৩ টাকা ভর্তুকি হারে প্রতি মাসে ৫ কেজি গম এবং চাল দিচ্ছে। গত দুই বছরই ছিলো নানান বাতিল আর্থিক মন্দা। কিন্তু এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে। কারণ তখন সরকার সইকেই সম্পূর্ন বিনামূল্যে রেশন দিয়ে গেছে। এমন সব লেটেস্ট খবর পেতে আমাদের পেজটি ভিজিট করুন। কারণ আমরা আপনাদের জন্য বিশেষ বিশেষে খবর তুলে ধরি।