দেশের প্রত্যেকেরই হাতে এবার (Reliance Jio) থেকে থাকবে কম্পিউটার।
বর্তমান সময়ে কম্পিউটার আমাদের কাছে একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। কিন্তু বর্তমানে একটি কম্পিউটার কিনতে গেলে কমপক্ষে ২০০০০-২৫০০০ টাকা পর্যন্ত খরচ করতে হয়, যা অনেকের পক্ষে সম্ভব নয়। এই সব কথা মাথায় রেখে জিও (jio) নিয়ে এসেছে সবার জন্য এক দুর্দান্ত দিওয়ালি উপহার। এখন থেকে আর আপনাকে অনেক টাকা খরচ (Reliance Jio) করে কিনতে হবে না কম্পিউটার। শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড মোবাইল আর Jio 5G পরিষেবা থাকলেই আপনি ব্যবহার করতে পারবেন এই ভার্চুয়াল কম্পিউটার।
ফাইভ-জি নিলামে জিও সব থেকে বেশি অর্থের বিনিময়ে বিড করে 24,740 মেগাহার্টজ স্পেকট্রাম কিনে নেয় 88 হাজার কোটি টাকার বিনিময়ে। ভারত সরকারের (Reliance Jio) করা এই নিলাম ভারতের সবথেকে বড় নিলাম হিসেবে পরিগণিত হয়েছে।
কারণ এই নিলামে দেড় লক্ষ কোটি টাকার মোট নিলাম হয়েছেন। যেখানে সব থেকে বড় নিলামকারী সংস্থা হিসেবে রিলায়েন্স জিও 88 হাজার কোটি টাকায় 5G স্পেকট্রাম কিনে নিয়েছে।
ভারতবাসীর কাছে দীপাবলি উৎসব এর একটি মহা উৎসব হিসেবে পরিচিত। আর এই উৎসবে উপহার হিসেবে রিলায়েন্স গ্রুপ নিয়ে আসছে 5G লঞ্চের এক বিরাট ঘোষণা। গত সোমবার মুকেশ আম্বানি তথা রিলায়েন্স এর কর্ণধার (Reliance Jio Phone) জানিয়ে দিয়েছেন, দীপাবলীর আগেই দেশের মোট 4 টি শহরের 5G পরিষেবার কাজ শেষ হবে এবং পরিষেবা দেওয়াও শুরু হয়ে যাবে।
জিও এর ফাইবার কানেকশন চালু হয়ে গিয়েছে (Reliance Jio Phone) সারা ভারতের বিভিন্ন প্রধান প্রধান শহরে। এরপর 5G চালু হওয়ার ফলে উচ্চগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে যাবে প্রত্যেকের বাড়ি বাড়ি। এর নাম দেওয়া হয়েছে জিও এয়ার 5G.
কি এই জিয়ার 5G? কোন তার ছাড়াই এখন প্রত্যেক (Reliance Jio Phone) গ্রাহক পেয়ে যাবেন উচ্চগতির ইন্টারনেট পরিষেবা। আর এর জন্য তাদের নিতে হবে না কোন ফাইবার লাইন এর কানেকশন। এতদিন হাইস্পিড ইন্টারনেট এর জন্য প্রত্যেককে নিতে হতো ফাইবার কানেকশন। এর থেকে এখন গ্রাহকরা অব্যাহতি পাবেন।
ফলে যেখানে ফাইবার কানেকশন পৌঁছানো (Reliance Jio Phone) সম্ভব নয় সেখানেও প্রত্যেকটি গ্রাহক পেয়ে যাবেন উচ্চগতির ইন্টারনেট পরিষেবা। এই জিও এয়ার 5G এর মাধ্যমে গ্রাহকরা এই খরচ বাঁচিয়ে ভার্চুয়াল পিসি ব্যাবহার করতে পারবেন। ক্লাউড থেকেই চলবে এই কম্পিউটার। যার নাম দিয়েছেন জিও ক্লাউড পিসি।
এই 5G পরিষেবা এর ফলে প্রত্যেকটি স্মার্টফোন হয়ে উঠবে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা ব্যবহারকারী একটি কম্পিউটার এর সমান (Reliance Jio Phone) সক্ষম ডিভাইস। ফলে কম্পিউটারের যাবতীয় কাজ দেশের যেকোনো প্রান্তে বসে মুহূর্তের মধ্যে সেরে ফেলা যাবে।
তিনি আরো জানান এই 5G পরিষেবা কম খরচে প্রত্যেক গ্রাহকের কাছে যাতে পৌঁছে যায়, সে বিষয়ে তারা বদ্ধপরিকর।রিলায়েন্স জিও কোম্পানি হাত মিলিয়েছে কোয়ালকম কোম্পানির সাথে।
কোয়ালকম কোম্পানির পরিষেবা কে কাজে লাগিয়ে প্রত্যেকটি ডিভাইস অতি দ্রুততার সাথে ইন্টারনেট কানেকশন এর সাথে যুক্ত হতে পারে। তিনি আরো (Reliance Jio Phone) জানান দেশের প্রধান 4টি শহরে এই 5G পরিষেবা চালু করা হবে। কিন্তু 2023 এর মধ্যে সারাদেশের কোনায় কোনায় পৌঁছে দেওয়া হবে এই 5G পরিষেবা।
আম্বানি ঐদিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে 4G নেটওয়ার্কের ওপর কোনভাবেই 5G নেটওয়ার্ক নির্ভরশীল থাকবে না। কারণ অনেকেরই ধারণা থাকতে পারবে যে 4G নেটওয়ার্ককে হয়তো আপগ্রেড করে 5G বলে চালানো হবে। কিন্তু এক্ষেত্রে বলাবাহুল্য যে 5G নেটওয়ার্ক এর ব্যান্ডউইথ সম্পূর্ণভাবে আলাদা।
প্রায় 2 লক্ষ কোটি টাকা খরচ করে সারা দেশের প্রথম 4টি শহরে তথা মুম্বাই, দিল্লি, চেন্নাই এবং সর্বোপরি কলকাতায় এই 5G পরিষেবা চালু হতে চলেছে। এবার অপেক্ষা শুধুমাত্র দীপাবলীর। এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে থাকে সাথে থাকুন, ধন্যবাদ।
Written by Debolina Barai.