জিও নিয়ে এল Jio 5G প্রকল্পে চাকরির বড় সুযোগ। জানুন কিভাবে আবেদন করবেন।
বর্তমান সময়ে যুবসমাজের কাছে চাকরি পাওয়া যেন দিনদিন চ্যলেঞ্জ হয়ে দাড়িয়েছে। সমস্ত চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন শুধুমাত্র একটি চাকরির জন্য, তাদের জন্য আজ রয়েছে একটি বড় চাকরির (Jio 5G) আপডেট। আসুন জেনে নেই, চাকরির সম্পূর্ণ বিবরণ। কবে আবেদনের শেষ তারিখ? কত টাকা থেকে বেতন শুরু হবে? কারা কারা এক্ষেত্রে আবেদনযোগ্য? বয়স সীমা কত হতে হবে? এই সব নিয়ে আলোচনা করা হল।
ভারতের সবচেয়ে বড় মোবাইল নেটওয়ার্ক হিসেবে জিও নেটওয়ার্ক (Jio 5G) এর নাম কারো কাছেই অজানা নয়। আর যেহেতু জিও কোম্পানি ভারতের সর্বত্র পরিষেবা প্রদান মরে থাকে তাই তাদের কোম্পানিতে যে প্রতিনিয়ত কর্মী নিয়োগ হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। জিও কোম্পানিতেই চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আসুন জেনে নেই যে কারা এই চাকরিতে আবেদন (Jio 5G) করতে পারবেন?
১)মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক বা সমতুল্য যোগ্যতা সম্পন্ন হন তাহলে আপনি অবশ্যই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
২)পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন।
৩)নারী-পুরুষ সকলেই আবেদন করতে পারবে। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ।
জিও কোম্পানিতে বিভিন্ন পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিচের সেই পদগুলি উল্লেখ করা হলো – 1. FREELANCER. 2. FREELANCER- SALES ASSOCIATE. 3. BUSINESS OPERATIONS. 4. SALES And DISTRIBUTION. 5. CUSTOMER SERVICE. 6. ENGINEERING & TECHNOLOGY. 7. IT & SYSTEM. 8. HUMAN RESOURCES & TRANING. 9. PROCUREMENT And CONTRACTS. 10. FINANCE COMPLIANCE & ACCOUNTING. 11. SUPPLY CHAIN. 12. OPERATIONS. 13. PRODUCT MANAGEMENT. 14. INFRASTRUCTURE. 15. OTHER. 16. REGULATORY. 17. INFORMATION SECURITY. 18. MARKETING. 19. CORPORATE SERVICES ( Admin). 20. LEGAL.
শিক্ষাগত যোগ্যতা ও বয়সঃ- এখানে আবেদন করার জন্য আপনাদের মাধ্যমিক পাস বা উচ্চমাধ্যমিক ভাবে গ্রাজুয়েশন পাস বা আরো অন্যান্য ডিগ্রিতেও আপনারা এখানে আবেদন (Jio 5G Jio Careers Log In) করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ বছরের বেশি হলেই এখানে আবেদন করা যাবে। সুতরাং এখনই আবেদন করার জন্য প্রস্তুতি নিয়ে নিন।
বেতন কাঠামো ও আবেদন এর প্রক্রিয়াঃ- এখানে চাকরি করলে আপনাদের প্রথমেই ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে মাইনে দেয়া হবে। এরপর ধীরে ধীরে বেতন বাড়ানো হবে।এখানে আবেদন (Jio Careers Log In) করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আর আপনি যেটা বাড়িতে বসে নিজের ফোন থেকেই আবেদন করতে পারবেন । আবেদন (Jio Careers Log In) করার জন্য আপনাকে প্রথমে Google Chrome যেতে হবে।
তারপর সেখানে jio Careers লিখে সার্চ দিলেই আপনাকে jio র ওয়েবসাইটে নিয়ে চলে যাবে এবং সেখানে আপনি যে পদের জন্য আবেদন করতে চান সেই পদে আবেদন করতে পারবেন। এছাড়া নিচে Apply Now বাটনে ক্লিক করলেও আমরা সরাসরি jio র ওয়েবসাইটে চলে যাবেন সেখান থেকেও আবেদন করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া :- এখানে প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা (Jio 5G, Jio Careers Log In) নেওয়া হবে না শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদনের ভিত্তিতে প্রার্থীদের ডাকা হবে নির্দিষ্ট সেন্টারে। তারপর সেখানে ইন্টারভিউ হবে। আর তারপরেই নিয়োগ প্রিক্রিয়া সম্পন্ন হবে।
এছাড়া এই আবেদনপত্র সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশান টি ডাউনলোড করুন। এছাড়াও ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ কাজের খোঁজ পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে থাকুন। আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।Written by Debolina Barai.