জিও,এয়ারটেলের দিন শেষ এবার টেলিকম জগতে পা আদানির 5G.

টেলিকম দুনিয়ায় সবচেয়ে বড় নাম ছিল জিও অর্থাৎ আম্বানি গ্রুপের। এইবার এইখানে যোগ হতে চলেছে আদানি ডেটা নেটওয়ার্ক। বর্তমান যুগে বাড়িতে একটিও স্মার্টফোন নেই এমন বাড়ি খুব কমই আছে। এই মোবাইলের জন্য প্রয়োজন সিম কার্ডের। সেই ব্যবসায় বহু বছর আগেই নেমে গিয়েছে আম্বানি গ্রুপ। একসময় রীতিমতো ফ্রিতে গ্রাহকদেরকে পরিষেবা দিয়েছিল আম্বানি অর্থাৎ জিও সিম। তখন থেকেই বেশ জাঁকিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে জিও।

জিওকে টেক্কা দিতে আদানি গ্রুপের নতুন 5G পরিকল্পনা। পাল্টাতে হবে না আগের 4G সিম।

এতদিন পরে মার্কেটে এসে আদানি কি পারবে নিজের ব্যবসাকে লাভজনক করতে? সে উত্তর জানা নেই তবে জানা গিয়েছে টেলিকম পরিষেবা শুরু করার জন্য আদানি সংস্থা কেন্দ্রের অনুমোদন পেয়েছে এই সোমবার। তিনি সম্প্রতি 5G স্পেক্ট্রামস নিলামে 212 কোটি টাকা খরচ করে 400 MHz স্পেকট্রাম কিনেছে গৌতম আদানি। আদানি ডাটা নেটওয়ার্ক অন্যান্য ব্যবসার সাপোর্ট দিতে ব্যবসায় নামতে চলেছে Jio.

বর্তমানে সবকটি টেলিকম সংস্থাই ফাইভ-জি বিস্তারের কাজে নেমে পড়েছে। জিও তরফ থেকে জানানো হয়েছে 2023 সালের মধ্যে পুরো দেশেই এই 5g বিস্তার করে দেবে। তারা এখনই কলকাতা দিল্লী মুম্বাই বারানসি এইসব জায়গাগুলোতে হাই স্পিড নেটওয়ার্ক এর পরীক্ষামূলক কাজ শুরু করে দিয়েছে। জিও তে ফাইভ-জি নেটওয়ার্কে 1GBPS পর্যন্ত নেটওয়ার্ক স্পিড দেওয়া যাবে। এই প্রজেক্টে তাদের খরচ হচ্ছে দু লক্ষ কোটি টাকা।

তবে এয়ারটেল দেশে সর্বপ্রথম ফাইভ-জি নেটওয়ার্ক শুরু করে দিয়েছে। পাঁচটি বড় শহর বারানসি, বেঙ্গালুরু, দিল্লী, মুম্বাই, শিলিগুড়িতে 5g পরিষেবা শুরু হয়ে গেছে। তবে তাদের নিজেদের নেটওয়ার্ক বিস্তার করতে একটু সময় লাগতে পারে 2024 সালের এপ্রিলের মধ্যেই ভারতের সব জায়গায় নেটওয়ার্ক বিস্তার হয়ে যাবে। তবে গ্রাহকদের চিন্তা নেই ফাইভ জি চালু হলেও নিজেকে আপডেট করতে হবে না বলেই সবকটি সংস্থা দাবি করেছে। এই ধরনের আরও তথ্য পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
Written by Jayashree Chatterjee

Leave a Comment