LIC এর নাম শোনেননি এমন লোক ভারতবর্ষে প্রায় নেই বললেই চলে। এলআইসি হল ভারতবর্ষের একটি বিশ্বাসযোগ্য সংস্থা। এবার সেই এলআইসি নিয়ে এলো দেশের সর্বনিম্ন 100 টাকার (LIC India) প্ল্যান। বর্তমানে চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সকল দিকে খরচ বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত শ্রেণীর পরিবারের মানুষেরা রীতিমতো হিমশিম খাচ্ছে। তাই এখন থেকেই ভবিষ্যতের কথা চিন্তা করে এলআইসি এর এই নতুন প্লানে নিবেশ করা খুবই জরুরী।
ভবিষ্যতের চিন্তাকে দূর করে এখন থেকেই দেখুন আর নিবেশ (LIC India) করে ফেলুন। বাবা মা হবার সঙ্গে সঙ্গে মানুষজন তার সন্তানের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে থাকে। পরবর্তীকালে যাতে তাদের শিক্ষা এবং স্বাস্থ্য যেকোনো কারণেই মানুষের অর্থের প্রয়োজন হলে তার জন্য আলাদা করে ভাবতে না হয়।
এই অবস্থায় প্রত্যেক অভিভাবকই এই ধরনের কিছু প্ল্যান (LIC India) এর খোঁজ করে থাকেন। এমন একটি প্ল্যান হলো এলআইসি “জীবন তরুণ পলিসি”। কারণ এই প্ল্যানে আপনি অল্প কিছু বিনিয়োগ করে পেতে পারেন বড়োসড়ো রিটার্ন। তাও আবার প্রয়োজনের সময়ে।
ভবিষ্যতের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ইত্যাদির জন্য LIC এর সেরা প্লান।
এলআইসির “জীবন তরুণ পলিসি”- তে ছোটদের জন্য রয়েছে বিশেষ পরিকল্পনা। এলআইসি এর এই জীবন তরুণ প্ল্যান হল- নন লিঙ্কড, পার্টিসিপেটিং, ইন্ডিভিজুয়াল লাইফ ইনসিওরেন্স, সেভিংস প্ল্যান। এই প্ল্যানে থাকছে সুরক্ষা এবং সঞ্চয়- এই দুটি সুবিধাই।
আসুন জেনে নেই এই পরিস্থিতিতে নিবেশ করতে গেলে (LIC India) আপনার বয়স কত হওয়া উচিত? এলআইসি এর এই “জীবন তরুণ পলিসি” শুরু করতে একজন বাচ্চার সর্বনিম্ন 90 দিন বয়স হতে হবে অর্থাৎ তিন মাস হলেই নিবেশ করা যাবে।
এ ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে 12 বয়স। এমন পরিস্থিতিতে আপনার বাড়িতে যদি তিন মাস থেকে বারো বছর বয়সী কোন সন্তান-সন্ততি থাকে তাহলে তার নামেই পরিকল্পনাটি আপনি নিতে পারেন।
এবারে যে বিষয়টি সম্পর্কে বলবো, সেটি হল কত টাকা বিনিয়োগ (LIC India) করলে কত পাওয়া যাবে? যদি আমরা একটা তিরিশ মধ্যে শিশুর ক্ষেত্রে হিসাব করি। তাহলে প্রতি মাসে আপনাকে হাজার 2800 টাকা বিনিয়োগ করতে হবে। অর্থাৎ হিসেব করলে দাঁড়াচ্ছে প্রতিদিন মাত্র 100 টাকার থেকেও কম।
আপনার শিশুর যখন পূর্ণবয়স্ক হয়ে যাবে তখন তার নামে থেকে যাবে 15 লক্ষ 66 হাজার টাকার একটি বিশাল ফান্ড। এই প্ল্যানটি ম্যাচিওর হয় 25 বছর বয়সে।
অর্থাৎ একটা 90 দিনের বাচ্চার জন্ম থেকে যদি আপনি প্রতি মাসে 2800 টাকা করে বিনিয়োগ করেন তাহলে কুড়ি বছর বয়স পর্যন্ত আপনাকে বিনিয়োগ করতে হবে প্রতি দিনের হিসেবে মাত্র 94 টাকার মত।
এই প্ল্যানে আরো একটি বিশেষত্ব হল এখানে ডাবল বোনাস (LIC India) পেতে পারেন। শিশুর বয়স 25 বছর হলেই আপনি এই প্ল্যান এর সমস্ত সুবিধা গুলি পাবেন। এটি একটি নমনীয় প্ল্যান। মেয়াদপূর্তির সময়ে আপনি এই প্ল্যানে ডাবল বোনাস পাবেন। আপনি সর্বনিম্ন 75 হাজার টাকার জন্য এই পলিসি নিতে পারেন তবে এর জন্য কোন সময় সীমা নেই।
এবারে জেনে নিন কিভাবে আপনি প্রিমিয়াম দিতে পারবেন? এক্ষেত্রে এলআইসি আপনাকে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ – বার্ষিক এবং বার্ষিক- যে কোন অপশনেই আপনি প্রিমিয়াম জমা করতে তাহলে।
এটি এনএসিএইচ এর মাধ্যমে দেওয়া যেতে পারে। প্রিমিয়াম সরাসরি আপনি অফিসে গিয়েও দিতে তাহলে। আপনি যদি কোনো মেয়াদী প্রিমিয়াম জমা করতে (LIC India) না তাহলে, তাহলে আপনার প্রতি মাসে বা বছরের ভিত্তিতেও প্রিমিয়াম জমা দিতে পারবেন।
এক্ষেত্রে আপনি যদি কোন মাসের প্রিমিয়াম (LIC India) দিতে না পারে তার জন্য আপনাকে এলআইসি 30 দিনের একটি গ্রেস পেরিয়ড দেবে। অন্যদিকে আপনি যদি প্রতিমাসে পেমেন্ট জমা করেন তাহলে আপনি 15 দিনের গ্রেস পিরিয়ড পাবেন।
সুতরাং আর দেরি না করে ভালো করে বিষয়টি পড়ুন আর বিনিয়োগ করে ফেলুন। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আমাদের সাথে থাকার অনুরোধ থাকল। ধন্যবাদ।
Written by Sanjukta Biswas.