বর্তমান বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানী তেলের দাম এখন আকাশছোঁয়া। যার ফলস্বরুপ ভারতীয় বাজারেও Petrol Diesel Price তথা জ্বালানী তেলের দাম অনেকটাই বেড়েছে। কিন্তু এতসবের মাঝে আনন্দের খবর এটাই যে আগের মাসে থেকে এই মাসে পেট্রোল-ডিজেলের দাম কিছুটা হলেও কমলো পশ্চিমবঙ্গে। এতে বাঙালির তেলের পেছনে খরচ অনেকটাই কমে যাবে।
আর Petrol Diesel Price কমলে সব জিনিসের দামই কমার সম্ভাবনা থাকে। কারন বেশিরভাগ পন্যই এক জায়গা থেকে অন্য যায়গায় ট্রান্সপোর্টে এক বিশাল পরিমান খরচ হয়। পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই দামের হেরফের রয়েছে। আজকের প্রতিবেদনের জেনে নিন কোন জেলায় আপনাকে কত দাম দিয়ে কিনতে হবে পেট্রোল ডিজেল?
Petrol Diesel Price কমায় বেশ আনন্দিত পশ্চিমবঙ্গবাসী।
এমনিতেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে। তার মধ্যে আবার দুর্গা পুজো শেষ অথেই আরেক এক বিশাল বড় উৎসব। আর উৎসবের কেনাকাটায় মেতেছে বাঙালি। অর্থাৎ খরচের এক বিশাল লিস্ট তাদের কাছে জমা পড়ে আছে। এর জন্যই বাঙালি খরচ কমাতে মরিয়া হয়ে উঠেছে।
এই Petrol Diesel Price বৃদ্ধির ফলে বাঙালি একেবারে নাজেহাল হয়ে পড়েছে। অনেকেই আবার পেট্রোলের বাইক বা গাড়ি বাদ দিয়ে কিনছে ইলেকট্রিক বাইক, স্কুটার ও চারচাকা। এর মূল কারণ হলো পেট্রোল-ডিজেলের অতিরিক্ত মূল্য বৃদ্ধি।
এবারে বাঙালিরা কিছুটা স্বস্তি পেতে চলেছেন পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দাম নিয়ে। তবে এই খুশির খবর সমস্ত জেলায় পৌঁছাবে না। কারণ সব জেলাতেই একই রকম পরিমাণে দামের ঘাটতি হয়নি। কোন জেলায় একটু বেশি কমেছে আবার কোন জেলায় একই আছে পেট্রোল-ডিজেলের দাম।
আসুন জেনে নেই যে এই মাসে কোন কোন জেলায় Petrol Diesel Price দাম পরিবর্তন হল? যে যে জেলাগুলোতে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে সেগুলি হল- মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, দার্জিলিং, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম এবং উত্তর দিনাজপুরে আজ জ্বালানির দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে।
আবার এর সাথে সাথেই পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুরে পেট্রোল-ডিজেলের দাম এক ধাক্কায় বেশ অনেকটা (Petrol Diesel Price) কমেছে। এবারে আপনি দেখে নিন আপনার জেলা কোনটি আর সেখানে কি পেট্রোল-ডিজেলের দাম বাড়লো নাকি কমলো?
জেলা ভিত্তিক পেট্রোল আর ডিজেলের (Petrol Diesel Price) দাম দেওয়া হলো নীচে:-
দক্ষিণ দিনাজপুর: পেট্রল ১০৬.৩৬ টাকা, ডিজেল ৯৩.০৭ টাকা। দার্জিলিং: পেট্রল ১০৫.৮৮ টাকা, ডিজেল ৯২.৬২ টাকা। হুগলি: পেট্রল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টকায়।
আলিপুরদুয়ার: পেট্রল ১০৬.৮৪ টাকা, ডিজেল ৯৩.৫১ টাকা। বাঁকুড়া: পেট্রল ১০৬.৪৮ টাকা, ডিজেল ৯৩.১৯ টাকা। বীরভূম: পেট্রল ১০৬.৬৪ টাকা, ডিজেল ৯৩.৩৪ টাকা। কোচবিহার: পেট্রল ১০৬.৭৯ টাকায়, ডিজেল ৯৩.৪৬ টাকা। উত্তর দিনাজপুর: পেট্রল ১০৬.৯২ টাকা, ডিজেল ৯৩.৫৯ টাকা
জলপাইগুড়ি: পেট্রল ১০৬.৪৬ টাকা, ডিজেল ৯৩.১৬ টাকা। মালদা: পেট্রল ১০৬.২১ টাকা, ডিজেল ৯২.৯৩ টাকা। ঝাড়গ্রাম: পেট্রল ১০৭ টাকা, ডিজেল ৯৩.৬৩ টাকা। কালিম্পং: পেট্রল ১০৫.৯৮ টাকা, ডিজেল ৯২.৭১ টাকা।
পূর্ব মেদিনীপুর: পেট্রল ১০৫.৪৮ টাকা, ডিজেল ৯২.২২ টাকা। পশ্চিম মেদিনীপুর: পেট্রল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯২.৯৯ টাকা। পূর্ব বর্ধমান: পেট্রল ১০৬.৪২ টাকা, ডিজেল ৯৩.১৩ টাকা। পশ্চিম বর্ধমান: পেট্রল ১০৫.৮৬ টাকা, ডিজেল ৯২.৯৯ টাকা। পুরুলিয়া: পেট্রল ১০৬.৭২ টাকা, ডিজেল ৯৩.৪১ টাকা।
হাওড়া: পেট্রল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯৪.০৯ টাকা। মুর্শিদাবাদ: পেট্রল ১০৬.৮২ টাকা, ডিজেল ৯৩.৫০ টাকায়। উত্তর ২৪ পরগনা: পেট্রল ১০৬.২৮ টাকা, ডিজেল ৯৩ টাকা। দক্ষিণ ২৪ পরগনা: পেট্রল ১০৬.২২ টাকা, ডিজেল ৯২.৯৪ টাকা। নদিয়া: পেট্রোল ১০৭.২০ টাকা, ডিজেল ৯৩.৮৫ টকা।
কলকাতাতে পেট্রল, ডিজেলের দাম (Petrol Diesel Price) অপরিবর্তিত রয়েছে। পেট্রল বিক্রি হচ্ছে লিটার পিছু ১০৬.০৩ টাকাতে আর ডিজেল এর জন্য ৯২.৭৬ টাকা দিতে হবে গ্রাহকদের। এমন সব গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সাথে থাকুন।
Written by Mukta Barai.