ব্যাংক না পোষ্ট অফিস, টাকা রাখলে কোথায় বেশি লাভ?

পোষ্ট অফিস চাকুরীজীবীদের টাকা জমানোর অন্যতম ভরসা। সংসার চালানোর পাশাপাশি তারা অর্থ সঞ্চয় করে রাখতে চান ভবিষ্যতের জন্য। যাতে রিটায়ারমেন্টের পরে চিন্তা-ভাবনা করতে না হয় পরিবার, সংসার চালাবার জন্য বা সন্তানের বিয়ে বা পড়াশোনার জন্য। এই ধরনের পরিকল্পনা কেনা করে কিন্তু বোঝ বুঝে ওঠা যায় না যে কোথায় টাকা রাখলে পাওয়া যাবে ভালো রিটার্ন বা ইন্টারেস্ট।

আগেকার দিনের মানুষের কাছে সব থেকে বড় বসার জায়গা ছিল পোষ্ট অফিস কারণ সেখানে ভালো রিটার্ন পাওয়া যেত এবং উপার্জিত অর্থ থাকে সুরক্ষিত। এই ধারণা ভুল নয় এখন যদিও অনেকে মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটের টাকা ইনভেস্ট করে তবে সেখানে থাকে অনেক ঝুঁকি এখনো অনেকেই ভরসা করেন পোস্ট অফিসকে।

পোষ্ট অফিস কি তবে গ্রাহকের কপালে কম ভাঁজ ফেলে ?

কারণ যারা ঝুঁকি নিতে চান না তারা অবশ্যই পোস্ট অফিসে টাকা রেখে লাভবান হতে চান। তবে আপনি কি জানেন সত্যিই কোথায় বেশি ইন্টারেস্ট বা আপনি লাভবান হতে পারেন পোস্ট অফিসে না ব্যাংকে। শুধু পোস্ট অফিস ব্যাংক লোন কোন সিমে টাকা রাখলে টাকা থাকবে সুরক্ষিত এবং দ্বিগুণ। ফিক্স ডিপোজিট এই নামটির সাথে বেশিরভাগ সবাই পরিচিত। এইচডি টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা গেলে সেখান থেকে ভালো রিটার্ন পাওয়া যায় নির্দিষ্ট সময় পর। এবং টাকাও থাকে সুরক্ষিত। তবে কোথায় করবেন ফিক্স ডিপোজিট?

জেনে নিন পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট করলে কি সুবিধা পাবেন-
ব্যাংকের মতোই পোস্ট অফিসে এক থেকে পাঁচ বছর পর্যন্ত আপনি ফিক্স ডিপোজিট রাখতে পারবেন সেক্ষেত্রে এক বছরের ফিক্স ডিপোজিট এর ওপরে গ্রাহক পাবেন 5.50 শতাংশ সুদ এবং 2 থেকে 5 বছরের ফিক্স ডিপোজিটে পেয়ে যাবেন 6.70 শতাংশ সুদ।

পোষ্ট অফিসএর থেকে ব্যাংকের ফিক্স ডিপোজিট, এখান থেকে কেমন পাবেন রিটার্ন ?
যদি আপনি ব্যাংকে ফিক্স ডিপোজিট করতে চান সেক্ষেত্রে সরকারি ব্যাংকই হবে সব থেকে ভালো। ভারতের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ব্যাংক হল স্টেট ব্যাংক। এই ব্যাংকে তরফ থেকে প্রতিবছরই গ্রাহকদের সুবিধার্থে নতুন নতুন স্কিম এবং আকর্ষণীয় উপহার সুদ নিয়ে আসা হয়। যেমন ইতিমধ্যেই দু বছরের বেশি সময় ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে সুদ বৃদ্ধি করা হয়েছে এবং স্কিম হিসেবে গ্রাহকরা সাতদিন থেকে দশ বছর পর্যন্ত ফিক্স ডিপোজিটের সুবিধা পেয়ে থাকবেন।

এবছরে স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে সুবর্ণ সুযোগ। দুই থেকে তিন বছরের জন্য যারা ফিক্স ডিপোজিট করেছেন তাদের সুদের হার 5.10 শতাংশ থেকে বৃদ্ধি করে 5.20 শতাংশ করা হয়েছে এবং যারা দুই থেকে পাঁচ বছরের জন্য ফিক্স ডিপোজিট করেছেন তাদের 5.45 শতাংশ সুদ দেওয়া হচ্ছে। যারা 5 থেকে 10 বছরের জন্য ফিক্স ডিপোজিট করেছেন তাদেরকে 5.50 শতাংশ সুদ দেওয়া হচ্ছে। তবে পোষ্ট অফিসে এমন কিছু জেনে যায়নি।

ব্যাংকের সুবিধা এবং পোষ্ট অফিস সুবিধা কোনটায় বেশি?
ব্যাংকে রয়েছে বিভিন্ন সুবিধা লোন পার্সোনাল লোন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং ব্যাংকের উন্নত পরিকাঠামো হওয়ায় দ্রুত কাজ হয় তবে অনেক সময় ফটো হতে দেখা যায় ব্যাংকে প্রতারকরা ফোন করে গ্রাহকের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে সেটিকে হ্যাক করে ফেলে সেই দিক থেকে আপনাকে সজাগ থাকতে হবে ব্যাংকে টাকা রাখলে। ফোনে কেউ ওটিপি বা অ্যাকাউন্ট নাম্বার চাইলে কখনোই তাকে দেওয়া যাবে না সেক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট হতে পারে খালি।

যদি এরকম ধরনের ফোন আসে তবে আপনি সোজা ব্যাংকের সবচেয়ে কাছের শাখা দিতে গিয়ে যোগাযোগ করতে পারেন যে এরকম কোন সমস্যা হয়েছে কিনা কখনোই আপনাকে ফোনে কোন রকম সমস্যার কথা ব্যাংক তরফে জানালে সেটিকে বিশ্বাস করার আগে যাচাই করে নেবেন ব্রাঞ্চে গিয়ে। এই সমস্ত দিক থেকে আবার পোস্ট অফিস অনেকটাই সুরক্ষিত আপনার কাছে কোন রকম এই ধরনের ফ্রডকল আসবেনা।

তবে পোষ্ট অফিস থেকে লোন এবং পরিষেবার কাজ খুব ধীরগতিতে হয় কারণ মানে উন্নত পরিকাঠামো নেই। আপনাকে সমস্ত কিছুই জানানো হলো এবার আপনি চিন্তা ভাবনা করে যেখানে আপনার মন চাইবে এবং সুরক্ষিত মনে করবেন অবশ্যই সেখানে টাকা রাখুন।
এই ধরনের আরও তথ্য পেতে পাশে থাকুন আমাদের ওয়েবসাইটের।
Written by Jayashree Chatterjee.

Leave a Comment