প্রধানমন্ত্রী ল্যাপটপ যোজনা 2022, সব ছাত্রছাত্রীরা পাবে ফ্রীতে ল্যাপটপ।

আর অল্প টাকার স্কলারশিপ নয় প্রধানমন্ত্রী ল্যাপটপ যোজনায় দেশের সব ছাত্রছাত্রীরা পাবে ফ্রীতে ল্যাপটপ। রাজ্য উভয় সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্প করা হয়েছে। যাতে ছাত্র ছাত্রীরা স্কুলমুখী হয়, স্কুলছুট এর সংখ্যা কমে। শুধুমাত্র প্রকল্প নয় এছাড়াও বিভিন্ন ধরনের স্কলারশিপ দেওয়া হয়ে থাকে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এ ছাড়াও একটি বড় যে প্রকল্প আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী করেছেন সেটি হলো কন্যাশ্রী।

প্রধানমন্ত্রী ল্যাপটপ যোজনায় কিভাবে পাবেন ল্যাপটপ জেনেনিন।

এই কন্যাশ্রীর আওতায় সুযোগ পেয়েছেন প্রচুর মেয়ে। কোভিডের সময় বহু শিশুর বাবা মার কাজ চলে যায়। ফলে তারা আর তাদের সন্তানদের পড়াশুনা করতে সক্ষম হয়না। তাছাড়াও কোভিডের সময় স্টুডেন্টদের ক্লাস হত অনলাইনে সেই সময় প্রচুর ছাত্র-ছাত্রীর কাছে স্মার্টফোন বা ল্যাপটপ না থাকার কারণে অনেকেই পড়াশোনা থেকে বঞ্চিত হয়েছিল। বর্তমানে পরিস্থতি অনেকটাই স্বাভাবিক তাই ছাত্রছাত্রীদের ফের স্কুলে ফেরাতে প্রধানমন্ত্রী ল্যাপটপ যোজনায় দেওয়া হবে ল্যাপটপ।

বর্তমান যুগে আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে গেলে স্টুডেন্টদেরকে বিভিন্ন আধুনিক জিনিস যেমন ল্যাপটপ মোবাইল এর মাধ্যমে শিক্ষা অর্জন করার পদ্ধতি রয়েছে। সেই মাধ্যমে যাতে শিক্ষার্থীরা শিক্ষা পায় এবং নিজেদেরকে আরও উন্নত করতে পারে সেই জন্যই প্রধানমন্ত্রী ল্যাপটপ যোজনা প্রকল্প শুরু করেছে কেন্দ্র। এমনই খবর পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে জেনেনিন কি ভাবেন এই ল্যাপটপ পাওয়া যাবে।

জেনে নিন এই স্কিমের ব্যাপারে:
সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা এই স্কিমের ব্যাপারে অনেকেই শুনেছেন তবে আপনি কি জানেন এই খবরটি সত্যি কি মিথ্যা। এই সমস্ত ঘটনার সত্যতা যাচাই করেছে পিআইবি অর্থাৎ প্রেস ইনফরমেশন বিউরো অফ ইন্ডিয়া। তাদের তরফ থেকে জানানো হয় এই সম্পূর্ণ তথ্যগুলি ভুয়ো। কেন্দ্র তরফের কোনরকম এই ধরনের বার্তা পাওয়া যায়নি। এই সমস্ত কিছুই প্রতারকদের লোক ঠকানোর ব্যবসা।
বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রচুর মানুষ এইরকম ধরনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখতে পায়।

তবে এগুলোর মধ্যে বেশিরভাগই হয়ে থাকে ভুয়ো। এই ধরনের কোন স্কিমে পা দেবার আগে আপনাকে অবশ্যই যাচাই করে নিতে হবে খবরটা সত্যি কিনা। দেশবাসীকে এইরকম ভুয়ো থেকে এবং প্রকল্পের হাত থেকে বাঁচাবার জন্য পিআইবি একটি লিংক শেয়ার করেছেন তাকে আপনারা চেক করে নিতে পারবেন যে খবরটি আপনার কাছে আছে সেটি আদৌ সত্যি কি মিথ্যা।
নিচে দেওয়া লিঙ্ক বা জি-মেইলে মেইল করে আপনি তথ্য জানতে পারবেন।

https://factcheck.pub.gov.in
gmail id- pibfactcheck@gmail.com.
এই ধরনের খবর এর হাত থেকে দূরে থাকুন এবং অজানা কোন লিংকে ক্লিক করবেন না। আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন এই রকম ধরণের আরো খবর পেতে।
Written by Jayashree Chatterjee.

Leave a Comment