Smartphone Under 20000

Smartphone Under 20000 – গ্রাহকদের জন্য চমক, শাওমির রেডমি ১০ সি স্মার্ট ফোন এর নতুন মডেল!

শাওমি রেডমী সিরিজ এর স্মার্টফোনগুলোর বাজারদর (Smartphone Under 20000) অত্যন্ত সুলভ হওয়ার কারণে  এই ফোনগুলো প্রথম থেকেই গ্রাহকদের দৃষ্টি আকর্ষন করে এসেছে। তাই স্মার্টফোনের দুনিয়ায় এই সিরিজ এর ফোন গুলির চাহিদা অনেক বেশি। তাই এই সিরিজের যে কোনো ফোনই সহজেই বিশ্ব বাজারে নিজের জায়গা করে নিতে পারে।

শাওমি রেডমি ফোন কিংবা রেডমি নোট ফোনগুলোর এই চাহিদার কথা মাথায় রেখেই শাওমির সাব ব্র্যান্ড রেডমি কর্তৃপক্ষ চেষ্টা করে প্রতিনিয়ত নতুন নতুন রেডমি ব্র্যান্ডের ফোন বাজারে আনার (Smartphone Under 20000)।

এই কথা মাথায় রেখেই শাওমি রেডমি ১০ ২০২২ মডেলটি লঞ্চ করা হয়েছে ভারত তথা বাংলাদেশে (Smartphone Under 20000)। এটি বাংলাদেশের তৈরি নিজস্ব মডেল যা দেশের মধ্যে অত্যন্ত কম দামে বিক্রি হচ্ছে। এই মডেলের ঘোর গ্রাহকদের মন থেকে কাটতে না কাটতেই নতুন মডেল বাজারে আসার খবর শোনা যাচ্ছে।

রেডমির কর্তপক্ষের তরফ থেকে ফাঁস হওয়া তথ্যের মাধ্যমে জানা যাচ্ছে রেডমি ১০ সি এর নতুন মডেল আসতে চলেছে বাজারে যা হবে সেমি-মিড লেভেলের একটি এন্ড্রয়েড ফোন যেটি বাংলাদেশ ও ভারত বর্ষের পাশাপাশি অন্যান্য উপমহাদেশে সাড়া ফেলবে বলে মনে করা হচ্ছে (Smartphone Under 20000)।

তবে এই নতুন মডেলে কোন ব্র্যান্ডের প্রসেসর ব্যাবহার করা হবে তা অবশ্য জানা যায়নি। তবে এটুকু জানা গেছে যে এই ফোনটিতে অক্টাকোর প্রসেসরের পাশাপাশি থাকবে পাওয়ার ভি আর ,জিই ৮৩২০ জিপিইউ সিস্টেম (Smartphone Under 20000)। এই ফোনে পাওয়া যাবে  ৬.৫৩ ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিন যার রেজ্যুলেশন হতে পারে ৭২০x১৬০০ পিক্সেল। এছাড়াও ফোনটির পিছনের দিকে একটি ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা থাকবে। তবে এর সেলফি ক্যামেরার সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন – ২০২২ সালের বাজারে রাজত্ব করবে সস্তার এই তিনটি স্মার্ট ফোন।

রেডমি ১০সি ফোনে পাওয়া যাবে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ৫০০০ এম এইচ ব্যাটারির সাথে পাওয়া যাবে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট (Smartphone Under 20000)। তবে বাংলাদেশে কবে এই ফোনটি মুক্তি পাবে তা কিন্তু এখনি বলা সম্ভভ হচ্ছে না। এরই মধ্যে গ্রাহকদের এই ফোনটির প্রতি আগ্রহ দেখে আন্দাজ করা যায় এই নতুন মডেল টি গ্রাহকদের মন জয় করে নেবে।

আপনাদের এই নতুন ফোনটির সম্পর্কে কি মতামত জানতে হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। নতুন নতুন স্মার্ট ফোন সম্পর্কিত খবর পড়তে হলে নিয়মিত চোখ রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published.