নেট দুনিয়ায় শেষে এসে বাজিমাত করে দেওয়া জিও এইবার আনতে চলেছে 5G. শুধু জিও নয় বিভিন্ন সংস্থাগুলিও নিজেদেরকে আপডেট করে ফাইভ-জি লঞ্চ করবে। এইবার মার্কেটে জিওর সাথে এয়ারটেল, ভি আয়ের সাথে টক্কর দিতে কিছুদিন আগে আদানির মাঠে নামার খবর পাওয়া গিয়েছিল। আদানি আনতে চলেছে ফাইভ-জি। তবে জিওর কিছুদিন পরেই লঞ্চ করবে এই সংস্থা।
সত্যি কি 5G আনছে টাটার টেলিকম সার্ভিস?
এই খবর আসতে না আসতেই পাওয়া যায় আরো একটি বড় খবর টেলিফোন জগতে এই ব্যবসাকে কাপিয়ে দিতে পারে। এইবার বাজারে আসতে চলেছে ভারতের অন্যতম ব্যবসায়ী নামকরা বড় সংস্থা, টাটা গ্রুপের নতুন টেলিকম সংস্থার 5G। যদিও সম্পূর্ণ নতুন এই ব্যবসা নয় এর আগেও টেলিকম যোগাযোগের ব্যবসা করেছিল তবে এই স্মার্ট নেটওয়ার্কে জগতে এই প্রথমবার আসবার কথা পরিকল্পনা চলছে।
টাটার এই খবর গ্রাহকদের মধ্যে তুমুল উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। যদিও টাটা সন্সে্র চেয়ারম্যান এন চন্দ্রশেখর বলেছেন আপাতত 5G চালু করা কোনো পরিকল্পনা করছেন না। বর্তমানে তাদের 4G বা 5G পরিষেবা দেওয়ার মতো পরিকাঠামো নেই। তবে তারা 5G কে আরও উন্নত করার জন্য বিভিন্ন ধরনের জিনিস সরবরাহ করেছে। এখনই এই ব্যবসায় না নামলেও তাদের একটি পরিকল্পনা রয়েছে 6G পরিষেবা ভারতে প্রথম শুরু করার।
এই পরিষেবা দেওয়ার জন্য এখন থেকেই নিজেদেরকে একটু একটু করে করে তুলছে টাটা গ্রুপ।
এই বার্তা দেওয়ার পরেও যদিও এখনো কোনো রকম স্পষ্ট বার্তা দেন এই সংস্থার তরফে। টাটার টেলিকম ব্যাবসা না থাকলেও এর আগে একটি ব্যবসা ছিল যার নাম ছিল টাটা ডোকোমো তবে সেই ব্যবসা খানিকটা ক্ষতির দিকে গেলে পরে এই ব্যবসা বন্ধ করে দেয় টাটা গোষ্ঠী। এইরকম ধরনের আরও খবর পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
Written by Jayashree Chatterjee.