WB Health Recruitment : রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি পদে বড় নিয়োগ, বেতন 18000 টাকা। জানুন বিস্তারিত।

WB Health Recruitment : স্বাস্থ্য দপ্তরের নতুন নিয়োগ! অনলাইনে আবেদন করুন। জানুন আবেদনের শেষ তারিখ।

অতিমারি পরবর্তী পরিস্থিতিতে দেশে বেকার মানুষের সংখ্যা এখন আকাশছোঁয়া। সেই কথা মাথায় রেখে এবং অন্যান্য ক্ষেত্রের মত রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে (WB Health Recruitment) চাঙ্গা করে তুলতে কর্মীদের নিয়োগ করা খুবই প্রয়োজন। সেই হিসেবে রাজ্য স্বাস্থ্য দপ্তর আবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। আসুন জেনে নেই সেই বিজ্ঞপ্তির ইতি বৃত্তান্ত।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগ (WB Health Recruitment) এবারে নতুন করে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। নিয়োগ হবে গ্রূপ সি পদে। যারা অনেক দিন থেকে সরকারি চাকরির অপেক্ষায় আছে তারা অবশ্যই ই বিজ্ঞপ্তি দেখে নিন। সরকারি বিজ্ঞপ্তি নম্বর – DH&FW/COB/4323 তারিখ- 26.08.2022.

এবারে দেখে নেই যে কি বলা আছে বিজ্ঞপ্তিতে? এক্ষত্রে আপনাকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। অফলাইনে আবেদনের কোন সুযোগ নেই। এখন আপনি আপনার মোবাইল থেকেই আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি: নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন, আর আবেদন সেরে ফেলুন।

1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট (wbhealth.gov.in) এ গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
2. নিজের যাবতীয় সকল তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করে নিন।
3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি দিয়ে দেবেন।
4. এরপর বেশ কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করতে বলবে, সেগুলি আপলোড করে দিন।
5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে দিন।
6. আপনার আবেদনের কাজ সম্পন্ন হলে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রেখে দেবেন।

প্রয়োজনীয় কি কি ডকুমেন্ট লাগবে?
নিয়োগে আবেদনের ক্ষেত্রে এই সকল ডকুমেন্ট সাথে রাখতে হবে।
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট।
2. স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে (Govt Job Recently) ভোটার কার্ড কিংবা আধার কার্ড।
3. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার।
4. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।
5. একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
6. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
7. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।

কোথায় আর কিভাবে নিয়োগ করা হবে?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর তত্ত্বাবধানে রাজ্য স্বাস্থ্য বিভাগের (WB Health Recruitment) তরফে আয়োজিত হচ্ছে এই নিয়োগ। এর মধ্য দিয়ে জেলা স্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে এই নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কোন পদে নিয়োগ করা হবে? রাজ্যের এই সরকারি নিয়োগ নিয়োগ এর মধ্য দিয়ে স্বাস্থ্য বিভাগে (WB Health Recruitment) মূলত গ্রুপ সি লেভেলে  স্বাস্থ্য বিভাগে সহকারী তথা অপ্থ্যলমিক অ্যাসিস্ট্যান্ট এর সঙ্গে আরো তিন ধরনের স্পেশালিস্ট এবং আরো তিন প্রকারের অন্যান্য পদে নেওয়া হচ্ছে কর্মী।

কি রকমের শিক্ষাগত যোগ্যতা দরকার?
স্বাস্থ্য বিভাগের (WB Health Recruitment) এই নিয়োগের ক্ষেত্রে চাকরিতে আবেদন জানাতে আপনাকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে অবশ্যই পাস করা সার্টিফিকেট থাকতে হবে। সঙ্গে পদ সম্পর্কিত আরও কিছু যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন? সরকারি এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে আপনার ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। এবং এখানে সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এর পরে আর আবেদন করা যাবে না।

মাসিক বেতন কত ধার্য্য করা হয়েছে? কর্মীদের মাসে উচ্চ অঙ্কের টাকা বেতন হিসাবে দেওয়া হবে এখানে। কর্মী পিছু মাসিক গড় বেতন 18,000/- টাকা। আরো উচু লেভেলের পদের জন্য বেতন বেশি থাকছে। সুতরাং সর্বনিম্ন 18 হাজার থেকেই বেতন শুরু হবে।

এই বিজ্ঞপ্তি (WB Health Recruitment) গত মাসে বেরিয়েছে। তবে আগামী 23/9/2022 আবেদনের শেষ তারিখ হলেও আবেদনের সময়সীমা কিছুদিন বাড়ানো হয়েছে, সকল প্রার্থীরা 23/10/2022 মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে উপরের দেওয়া অনলাইন পদ্ধতি অনুসরণ করে আবেদন করুন। এমন আরো খবরের সন্ধান পেতে আমাদের পেজের সাথে থাকুন। ধন্যবাদ। Written by Sanjukta Biswas

Leave a Comment