WB HS Exam – আবারও বদল ঘটল উচ্চমাধ্যমিকের সময়সূচীর, বিশদে দেখে নিন
উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WB HS Exam) আদৌ হবে কিনা এই ধোঁয়াশার মধ্যেই এবার ঘোষিত হলো পরীক্ষার সময়সূচি। জয়েন্টর মেইন এক্সামের পরীক্ষার তারিখের সাথে উচ্চমাধ্যমিকের পরীক্ষার তারিখের মিল থাকায় পরীক্ষার্থী থেকে অভিভাবক সকলের মনেই একটা চাপা উদ্বেগ ছিল পরীক্ষা নিয়ে। এবার সমস্ত উদ্বেগ কাটিয়েই ঘোষিত হলো উচ্চমাধ্যমিক পরীক্ষার নয়া সময় সূচি।
আগামী ২ এপ্রিল থেকে শুরু হতে চলেছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা (WB HS Exam) আর চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। জয়েন্ট পরীক্ষা (জেইই মেন) এবং রাজ্যের দুটি কেন্দ্রে উপ-নির্বাচণের জন্যই আবারও পরীক্ষার সময়সূচির বদল ঘটানো হয়েছে। এবারে দেখে নেওয়া যাক কোন কোন দিন উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় সূচিতে রাখা হয়েছে।
২ এপ্রিল (শনিবার): – (প্রথম ভাষা) বাংলা, (প্রথম ভাষা) ইংরেজি, (প্রথম ভাষা) হিন্দি, নেপালি (প্রথম ভাষা),উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাত,পঞ্জাবি।
৪ এপ্রিল (সোমবার): – সমস্ত দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি (দ্বিতীয় ভাষা),বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা), অল্টারনেটিভ ইংলিশের পরীক্ষা হবে। WB HS Exam
৫ এপ্রিল (মঙ্গলবার): ভোকেশনাল বিষয় বা অটোমোবাইল, হেলথ কেয়ার, সিকিউরিটি, অর্গানাইজড রিটেলিং,টুরিজম ও হসপিটালিটি, প্লাম্বিং, কন্ট্রাকশন, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিকসের পরীক্ষা হবে।
১৬ এপ্রিল (শনিবার): ইতিহাস, অঙ্ক, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, অ্যাগ্রোনমি।
১৮ এপ্রিল (সোমবার): শুধুমাত্র ইকোনকিমসের পরীক্ষা হবে।
১৯ এপ্রিল (মঙ্গলবার): মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, এনভারয়নমেন্টাল স্টাডিজ, ভিস্যুয়াল আর্টস, হেলথ এবং ফিজিকাল এডুকেশন, মিউজিক। WB HS Exam
২০ এপ্রিল (বুধবার): ফিলোজফি,সোশিয়োলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং।
২২ এপ্রিল (শুক্রবার): নিউট্রিশন, ফিজিক্স, এডুকেশন, অ্যাকাউন্টেন্সির পরীক্ষা থাকছে।
২৩ এপ্রিল (শনিবার): স্ট্যাটিসটিক্স, জিয়োগ্রাফি, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। WB HS Exam
২৬ এপ্রিল (মঙ্গলবার): কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, আরবি, পার্সি, ফরাসি ভাষার পরীক্ষা হবে।
২৭ এপ্রিল (বুধবার): এই দিন হবে বায়োলজিকাল সায়েন্স, পলিটিকাল সায়েন্স, বিজনেস স্টাডি। WB HS Exam
উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়- ১) সকাল ১০ টা-দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এর মধ্যে প্রশ্নপত্র পড়া এবং উত্তরপত্র ভালোভাবে দেখার সময়টুকুও বরাদ্দ হবে।
২) শুধুমাত্র হেলথ ও ফিজিকাল এডুকেশন, ভোকেশনাল বিষয়, মিউজিক এবং ভিস্যুয়াল আর্টসের পরীক্ষা হবে দু’ঘণ্টা।