এই রাশি ছেলেদের বিয়ে করলেই সংসার সুখের। কোন কোন ধরনের ছেলে?

প্রতিটা মেয়েরই জীবনে একজন সঠিক লাইফ পার্টনার চাই। একটা মেয়ে সব সময় এমন কাউকে চায় যে তাকে ভালবাসবে এবং সম্মান করবে। তবে আজকের এই আধুনিক দুনিয়ায় এমন ছেলে পাবে কিভাবে? এই প্রশ্নেরই উত্তর রয়েছে জ্যোতিষ শাস্ত্রের কাছে।

বিয়ের আগে রাশি জেনে সাবধান হতে হলে হন, না হলে আর সংসার সুখের হবে না।

বৃষ রাশির পুরুষ:-
স্ত্রীর সাথে প্রতারণার ঝুকি এই পুরুষদের সবচেয়ে কম থাকে। এই ধরনের পুরুষ সব সময় তার বিবাহিত স্ত্রীর প্রতি অনুগত থাকবে এবং তাকে সব থেকে বেশি সময় দেওয়ার চেষ্টা করবে। সব সময় তার স্ত্রীকে যত্ন করবে। অতএব বিবাহ করার ক্ষেত্রে এই ধরনের পুরুষ সর্বাধিক গ্রহণযোগ্য।

মিথুন রাশির পুরুষ:-
এই ধরনের পুরুষ সব সময় তার স্ত্রীর প্রতি অনুগত ও নিবেদিত থাকে। বিপরীত লিঙ্গের সাথে ঝগড়া হলে এই পুরুষেরা সর্বাধিক আবেগপ্রবণ হয়ে পড়ে এবং সেই বিবাদ যথারীতি মিটিয়ে নেওয়ার চেষ্টা করে থাকে।

ধনু রাশির পুরুষ:-
এই ধরনের পুরুষ সবচেয়ে প্রাণবন্ত ও তার স্ত্রীকে খুশি রাখার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থানে আছে। তারা স্ত্রীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অর্থাৎ ভাল বন্ধু মতো মিশে থাকেন। এই পুরুষেরা তার জীবন সঙ্গীর পাশে সব সময় মানসিকভাবে থাকে।

উপরিউক্ত ছেলেরা বিবাহের জন্য যথোপযুক্ত। এ বিষয়ে আপনাদের কোন প্রশ্ন বা বক্তব্য থেকে থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন।
Written by Rajeswari Sur.

Leave a Comment